কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারারক্ষীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:১১,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রতন খান (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলসুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, কারাগারের বাগান বাড়ি স্টাফ কোয়ার্টারে কাপড় শুকাতে দেয়ার সময় রতন খান বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে অপর কারারক্ষী নয়ন তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।