কারাগারে আল-কায়েদার হামলা; জেল থেকে ৩০০ বন্দি মুক্ত
প্রকাশিত হয়েছে : ১:৩০:২২,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
অগ্নিগর্ভ পরিস্থিতি ইয়েমেনে। প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালের অনুগামী শিয়া হুথি জঙ্গি ও বর্তমান প্রেসিডেন্ট আবেদাব্বো মনসুর হাদির অনুগত সুন্নি যোদ্ধাদের মধ্যে অনবরত যুদ্ধ চলছে। আর এই সুযোগে দক্ষিণ-পূর্ব ইয়েমেনের হাদ্রামাওয়াত প্রদেশের জেল থেকে প্রায় ৩০০ জন অপরাধীকে লুঠ করে নিয়ে গেল আল কায়েদার ইয়েমেন শাখা। এদের মধ্যে আল কায়েদার এক উচ্চ পর্যায়ের নেতাও রয়েছেন ।
খালিদ বাটারফি নামক ওই জঙ্গি নেতা গত চার বছর ধরে হাদ্রামাওয়াত প্রদেশের জেলে বন্দি ছিলেন । খালিদ বাটারফি আল কায়েদার আরবিয়ান পেনিনসুলার রিজিওনাল কম্যান্ডার, যিনি ২০১১-১২ সালে ইয়্মেনের সরকার পতনের পিছনের মূল চক্রী ছিলেন । জানা গিয়েছে, বৃহস্পতিবার যখন এই লুন্ঠন প্রক্রিয়া চলছিল, তখন ইয়েমেনের মুকাল্লার স্থানীয় প্রশাসনিক চত্বর, সেন্ট্রাল ব্যাংকের একটি শাখা ও পুলিশ হেডকোর্য়াটারেও হামলা চালায় আল কায়েদা ।