কর ফাঁকি মামলায় আদালতে মেসি
প্রকাশিত হয়েছে : ১:১৫:৫৭,অপরাহ্ন ১১ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
ট্রেবল জয়ের আনন্দ কাটলে না কাটতেই চিলিতে উড়ে গিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলবেন বলে। কিন্তু এই বার্সার আর্জেন্টাইন মহাতারকার বিরুদ্ধে সেই পুরনো কর ফাঁকির মামলা জেগে উঠেছে। এই মামলা থেকে বাচার জন্য আপিল করলেও তা বাতিল করে দিয়েছে স্পেনের হাইকোর্ট।
এই আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ৪১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা বাংলাদেশি টাকার প্রায় ৩৬ কোটি টাকার সমান। আজ বৃহস্পতিবার সকালে বার্সেলোনার প্রাদেশিক উচ্চ আদালত মেসির আইনজীবীদের করা আবেদনটি খারিজ করে দেন। সামনের শনিবার প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শুরু করতে যাওয়া কোপা আমেরিকা শুরু হবার আগেই এমন একটি খবর আসলো।
তাছারা মেসির বিপক্ষে নিয়মবহির্ভূতভাবে বেলিজ এবং উরুগুয়েরর কাছে ব্যাক্তিস্বত্ত্ব বিক্রিরও অভিযোগ উঠেছে। একই সময়ে ট্যাক্স দেওয়া থেকেও বিরত থাকেন তিনি।
মেসির বিরুদ্ধে স্পেনের কর বিভাগ অভিযোগ এনেছে, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত বিশাল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন মেসি। এর দায় বর্তায় মেসির এজেন্টের ভূমিকা পালন করা তাঁর বাবা হোর্হে মেসিরও ওপর।
তবে মেসির আইনজীবীরা দাবি করেছেন, মেসি নিজে এর সঙ্গে কোনোভাবে জড়িত নন। তাছাড়া মেসি নিজেও বলেছেন, করের আইন কানুন তিনি বোঝেন না। এসব দেখভাল করার জন্য তাঁর আইনজীবীরাই রয়েছেন। তিনি নিজে কখনো কোনো কিছু পড়ে কোনো চুক্তিতে সই করেননি। আইনজীবীদের পরামর্শ মেনে চলেছেন।
তবে মেসির বাবাও পুরো দায় নিজের কাঁধে নিয়ে বলেছেন, ‘সব সময়ই বলে এসেছি, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আমাদের আইনজীবীরা বিষয়টি দেখছেন। এর সঙ্গে আমি জড়িত, ওর এতে কোনো সম্পর্ক নেই’। আদালত অবশ্য এই যুক্তি মেনেই নিয়েছেন।
অপরাধ প্রমাণিত হলে ২ কোটি ১০ লাখ ইউরো (১৮৪ কোটি ৫০ লাখ টাকা) জরিমানা হতে পারে মেসি ও মেসির বাবার। পাশাপাশি এক বছরের স্থগিত কারাবাসেরও (সাসপেন্ডেড প্রিজন সে নটেন্স) শাস্তি দেওয়া হতে পারে।