করোনায় যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক
প্রকাশিত হয়েছে : ৪:৩৪:৪১,অপরাহ্ন ০৩ মার্চ ২০২০
চীনের মহামারী রূপ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস।
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে শতাধিক। খবর সিএনএনর।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাস ঠেকাতে যাত্রীদের বিষয়ে এয়ারলাইনসগুলোর কাছে আরও তথ্য চেয়েছে মার্কিন সরকার।
এদিকে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। চীনে সোমবার আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।
চীনের বাইরে মারা গেছে ১৭২ জন। এদের মধ্যে ইরানে ৬৬ জন, ইতালিতে ৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।