কম দামের স্মার্টফোনের জন্য ‘ফেসবুক লাইট’ অ্যাপ
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:২৪,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক::
কম দামের স্মার্টফোন কিনেছেন বা স্মার্টফোনাটি পুরনো হয়ে গেছে। নতুন নতুন সব ফিচারসমৃদ্ধ অ্যান্ড্রয়েড অ্যাপ কাজ করে না। এমন সব স্মার্টফেনের জন্য হালকা অ্যাপ আনছে ফেসবুক। ‘ফেসবুক লাইট’ নামের অ্যাপটি কম দামি বা পুরনো স্মার্টফোনে কাজ করবে।
এখনও এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার অনেক দেশে টুজি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এসব দেশে কম দামি স্মার্টফোনও বিক্রি হয়। কম ক্ষমতাসম্পন্ন এসব টুজি স্মার্টফোনেও ফেসবুক লাইট কাজ করবে। বর্তমানে ফেসবুকের আধুনিক সংস্করণটি ২৫ মেগাবাইট। আর অ্যাপলের অ্যাপটি ৭০ মেগাবাইটের। সেখান ফেসবুক লাইট অ্যাপ মাত্র ২৫২ কিলোবাইটের।
টুজি স্মার্টফোনে সাবলীলভাবে এটি কাজ করবে। ফেসবুকের সুবিধাদির কোনও কমতি থাকবে না। ফেসবুক লাইট অ্যাপ অ্যান্ড্রয়েড ২.২ বা এর চেয়ে উন্নত সংস্করণ চলে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি শেয়ার, নতুন স্ট্যাটাস দেওয়া, মন্তব্য করা, কোনও বন্ধুকে বার্তা পাঠানো এবং কয়েকজনকে একই সঙ্গে বার্তা আদান- প্রদানের সুবিধা থাকবে। ফেসবুক লাইট অ্যাপটি ‘স্ন্যাপ-টু’ নামের মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক।
বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও জিম্বাবুয়েতে পরীক্ষামুলকভাবে অ্যাপটি ছাড়া হয়েছে। এটি সফলতা পেলে এর সহায়ক অ্যাপও ছাড়া হবে।