কমলগঞ্জ বিএনপি সভাপতির মৃত্যুতে খালেদা জিয়ার শোক
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪৮,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ চৌধুরী শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, মরহুম শামীম আহমেদ চৌধুরী কমলগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জ জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
বিএনপি চেয়ারপার্সন এ সময় মরহুম শামীম আহমেদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।