কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৫৫,অপরাহ্ন ০৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় আহত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া এলাকায় বাইসাইকেল আরোহী এক যুবককে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সে গুরত্বর আহত হয়।
পরে খবর পেয়ে লাউয়াছড়া পর্যটন পুলিশ থাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের ব্যাপারে জেলার বিভিন্ন থানায় অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তে জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।