কমলগঞ্জে সামান্য ঘটনায় ছাত্র খুন
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৩৯,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইলের সিমকার্ড নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরিকাঘাতে শ্রীমঙ্গল সরকারী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র স্থানীয় ছাত্রলীগ নেতা গোপাল অলমিক (১৮) খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা। নিহত গোপাল অলমিক পাত্রখোলা চা বাগানের মৃত আপানা অলমিকের ছেলে। ঘটনাটি ঘটেছে, ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে বাজার লাইন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইলের সিমকার্ড নিয়ে কথাকাটির এক পর্যায়ে পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের রাস্তায় পলিয়া মাদ্রাজী (৩৪) নামে এক ব্যক্তি ছাত্রলীগ নেতা গোপাল অলমিক (১৮) কে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়া মাদ্রাজী ঢাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে চাকুরী করে। ফাগুয়ায় (হুলি) ছুটি উপলক্ষে সে কিছুদিন আগে বাগানে এসেছিল। মোবাইলের সিমকার্ড নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পালিয়া মাদ্রাজী কলেজ ছাত্র গোপালকে ছুরিকাঘাত করে।
কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাতে এ প্রতিনিধিকে জানান, পুলিশ ঘটনাস্থল তদন্তে গেছে। নিহতের লাশের ময়নাতদন্ত আজ বুধবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হবে।