কফি আনতে দেরির কারণে ঝলসে দেওয়া হল গৃহপরিচারিকার দেহ
প্রকাশিত হয়েছে : ১১:১২:২০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: সৌদিতে কর্মরত ফিলিপাইনের এক গৃহপরিচারিকাকে গরম পানি মেরে ঝলসে দিয়েছে বাড়ির মালিক। ফাতেমা নামের ২৩ বছর বয়সী ওই নারী ঘটনার পর তার চাচাতো বোনকে ঘটনা জানালে তার সহায়তায় উদ্ধার করা হয়েছে ফাতেমাকে।
ফাতেমার চাচাতো বোন ফেসবুকে ফাতেমার ঝলসে যাওয়া শরীরের ছবি আপলোড করার পর অনেক মানুষই এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং ফাতেমার প্রতি সমবেদনা জানিয়েছে।
ফাতেমা বলেন, তিনি রিয়াদে ওই সৌদি পরিবারে দুই মাস কর্মরত থাকলেও তার বেতন দেয়নি বাড়ির মালিক এমনকি তাকে ঠিকভাবে খেতেও দেয়া হত না।
ঘটনার দিন ঠিক সময়মত কফি আনতে না পারায় তার শরীর গরম পানি দিয়ে ঝলসে দেয় বাড়ির মালিক।
ঘটনার বেশ কয়েক ঘন্টা পর তাকে হাসপাতালে নিয়ে যান বাড়ির মালিক। চিকিৎসার তৃতীয় দিন তিনি হাসপাতালের এক নার্সকে ফিলিপাইনে থাকা তার বোনের নাম্বার দিতে সমর্থ হন। তার বোন সৌদিতে থাকা ফাতেমার আত্মীয়দের মোবাইল দিলে সেখানে থাকা তার চাচাতো বোন হাসপাতাল থেকে তাকে নিয়ে যান।
ফাতেমার ফিলিপাইনে দুটি বাচ্চা রয়েছে এবং তিন এখন সৌদিতে ফিলিপাইন অ্যাম্বাসির লোকদের তত্বাবধানে রয়েছেন। তিনি সাহয্য চেয়েছেন অত্যাচারী ওই মহিলার বিরুদ্ধে মামলা করার সহায়তার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সৌদিতে কর্মরত থাকা বিদেশী শ্রমিকদের ঠিকভাবে বেতন দেয়া হয় না এমন কি অনেক সময় তারা শিকার হন ধর্ষনেরও।