কদমতলীতে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১:২৪:৪২,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর কদমতলী এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম মোঃ কাউছার খান ওরফে কামাল (৪২)। সে মোগলাবাজার থানার আলমপুর আবাসিক এলাকার খান মঞ্জিলের মৃত আছার উদ্দিন খানের পুত্র।
বুধবার পুলিশ গ্রেফতারকৃত কাউছারকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাত সোয়া ১ টার দিকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে কদমতলী আজাদ মার্কেটের দ্বিতীয় তলাস্থ ফুয়াদ তান্দুরী রেস্টুরেন্টে অবস্থান করছিল কাউছার খান ওরফে কামাল। গোপনে এমন সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা শাখার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কাউছার খান ওরফে কামালকে গ্রেফতার করে।
এ সময় পুলিশ তার দেহ তল্লাসী করে প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) আইন উদ্দিন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৬ (১৩-০৫-১৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল বশর চৌধুরী জানান, ধৃত কাউছার খান ওরফে কামাল একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। কাউছারের সহযোগী শাহিন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার ও মাদক বিস্তার রোধকল্পে আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।