এবার রুবেলকে যা বললেন পাকিস্তানের ওমর আকমল
প্রকাশিত হয়েছে : ২:১৫:৩১,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক::
পাকিস্তানের নাসির ও ভারতের জাদেজা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে মন্বব্য করেছেন তার রেশ কাটেনি এখনো। তবে এর মধ্যে ভিন্ন হাওয়া যোগ করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ওমর আকমল। ওমর আকমল টাইগার শিবিরে শুভেচ্ছা বিনিময় করতে যান। সে সময় বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে নানা প্রসঙ্গে টুকিটাকি কথা বলেন। ইংল্যান্ডকে হারানোর ম্যাচে পেসার রুবেল হোসেনের আগুনের গোলা ছোড়ার মতো বোলিং সবার মন কেড়েছে। এ কারণেই রুবেলের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের সবাই।
বাংলাদেশের প্লেয়ারদের হোটেল ছাড়ার সময়কার ঘটনা এটি । বাংলাদেশী ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করেছিল ওই হোটেলেই পাকিস্তানি ক্রিকেটাররা উঠেছে। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশের ক্রিকেটাররা হোটেল ত্যাগের সময় কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার বাইরে দাড়িয়েছিল। বাংলাদেশের সব ক্রিকেটাররা যখন হোটেল ত্যাগের আগে সকালের খাবার খাচ্ছিল তখন রুবেল হোসেন দাঁড়িয়ে ছিল সাথেই। ঠিক তখন রুবেলকে দেখে টাইগারদের মাঝে আসেন উমর আকমল। এক পর্যায়ে রুবেলের কাছে এসে রুবেলকে উদ্দেশ্য করে আকমল আস্তে আস্তে বলেন, তোমার শেষ ওভার টা সত্যি ই অসাধারন ছিল।