এবার নিষিদ্ধ হচ্ছে নারীদের নেকাব!
প্রকাশিত হয়েছে : ১১:০৯:২৩,অপরাহ্ন ২৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ফ্রান্সের পর এবার হল্যান্ডে নারীদের নেকাব পরা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট নেকাব নিষিদ্ধের ঘোষণা দেন।
এর আগে মহিলাদের নেকাব নিয়ে হল্যান্ডের কেবিনেটে জরুরি সভা হয়। সেখানে নারীদের নেকাব নিষিদ্ধের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। বলা হয়, এখন থেকে হল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে ও সরকারি যানবাহনে নারীদের নেকাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে।
প্রধানমন্ত্রী মার্ক রুট এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাস্তায় যে কেউ নেকাব পরতে পারে। শুধু বিশেষ বিশেষ স্থানেই নেকাব পরা নিষিদ্ধ হয়েছে। নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেকাব নিষিদ্ধের পিছনে ধর্মীয় কোন কারণ নেই বলে জানান তিনি।
হল্যান্ড কর্তৃপক্ষ বলছে, সর্বত্র নেকাব নিষিদ্ধ করার প্রয়োজন আছে বলে মনে করছে না সরকার।