এখন ক্ষেন্তদেন পরীক্ষার পরে আবার শুরু করেন : প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:০৬:১৩,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, এসএসসি পরিক্ষার সময় না হয় ক্ষেন্ত
দেন পরিক্ষার পরে আবার শুরু করেন, কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্টকরবেন না। তারাই তো দেশের ভবিষ্যৎ। পরীক্ষার্থীদের
ভবিষ্যৎ নষ্ট করে আপনারকি লাভ হবে?’
তিনি আরো বলেন, খালেদা জিয়া আর কত অর্থ চান? আর কতলাশ চান? আর কত লাশের বিনিময়ে তিনি এ ধ্বংসাত্মক কাজ বন্ধ
করবেন?’সত্যিই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। যখন দেশ এগিয়েযায় তখন কেউ না কেউ ব্যাঘাত ঘটায়। আমাদের এ পরিস্থিতি
নিয়ন্ত্রণ করে এগিয়েযেতে হবে। সহিংসতা প্রতিরোধে যা করার দরকার তাই করব। এ জন্য দেশবাসীরসাহায্য প্রয়োজন। বিশেষ করে
যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন।’
গণভবনের শুক্রবার রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ মন্তব্যকরেন। প্রধানমন্ত্রীঅভিযোগ করেন, ‘দেশের অর্থনৈতিক
অগ্রগতি পেট্রোলবোমা মেরে চুরমার করাহচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। পাকিস্তানিরাও ১৯৭১ সালে এমনটিচেয়েছিল। যে
আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই সেটা আবার কোন আন্দোলন!’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘ওনার ছেলে তো চিকিৎসা নিয়ে মারাগেছেন। আর যে মা নিজের সামনে সন্তানকে
পুড়তে দেখছেন, তার দুঃখ কি তিনিবুঝবেন না? দেশকে এ কোন জল্লাদখানা বানাতে চাচ্ছেন তারা! ছেলে হারিয়ে যারনিজের শোক
নেই, সে মানুষের শোক কি বুঝবে? ছেলের মৃত্যু পর তো তিনি অবরোধতুলতে পারতেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে চাননি। আমি নিজেফোন করেছি। কত অপমানিত হয়েছি। সে কথা চিন্তা
করবে না মানুষ। সব জেনে, দেশের মানুষের কথা চিন্তা করে আমি ফোন করেছিলাম। ফোন করে যা শুনেছি তাতে তোআমি অভ্যস্ত
না। শোক জানাতে গেলাম, দরজা খুলল না। দরজা খুলে বসতে তো দিতেপারত। সেখানে ভদ্রলোক কি কেউ ছিল না যে বসিয়ে
বলবে, উনি অসুস্থ’