এখনও জনপ্রিয় সালমান শাহ!
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:১২,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। রহস্যজনক মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ১৮ বছর হল। তবু তিনি আছেন ভক্তদের মাঝে। প্রজন্ম পেরিয়ে নতুন প্রজন্মেও তার জনপ্রিয়তা রূপকথার নায়কের মতোই।
তারই প্রমাণ মিললো গেলো শুক্রবার ঢাকার পদ্মা সিনেমা হলে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘দেনমোহর’ প্রদর্শনীর মধ্য দিয়ে। যেখানে প্রচার-প্রচারণার মহা আয়োজনেও আজকালের নায়করা হলে দর্শক টানতে পারেন না, সেখানে চিরকালের প্রেমিক সালমান আড়ালে থেকেও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার থেকে ঢাকার পদ্মা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘দেনমোহর’। ছবিটি দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়। হল কর্তৃপক্ষ সূত্রে জানা গেলো, এখনকার অনেক বড় তারকাদের ছবি মুক্তি পেলেও এমন দর্শক কম-ই হয়। ‘সালমান, সালমান-ই’। তার বিকল্প আজও কেউ নয়।’
গতকাল সেমবার ছবি দেখতে আসা যুবক শাকিল আহমেদ বলেন, ‘আমরা ছয় বন্ধু মিলে দেনমোহর দেখতে এসেছি। আমার বড় আপুর কাছে সালমান শা’হর অনেক গল্প শুনেছি। তার ছবিও দেখেছি টিভিতে। দারুণ একজন অভিনেতা। ছবি দেখতে দেখতে মনে হয় নিজেকেই দেখছি। এবার হলে তার ছবি এসেছে শুনে সবাই মিলে চলে এলাম। দারুণ অভিজ্ঞতা হলো। আমরা চাই সালমান শাহ’র ছবি হলে বেশি করে প্রদর্শিত হোক।’
দেনমোহর ছবিতে সালমানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি পরিচালনা করেছেন শফী বিক্রমপুরী। পদ্মা সিনেমা হলের মালিকও তিনি।
পদ্মা সিনেমা হলে মালিক ও দেনমোহর চলচ্চিত্রের পরিচালক শফী বিক্রমপুরী বলেন, ‘বিশেষ কোনো উদ্দেশে নয়, সালমান ভক্তদের চাহিদার জন্যই ছবিটি প্রদর্শন করা হচ্ছে। এত বছর পর ছবিটি দেখতে দর্শকরা ভিড় করবেন এটা ভাবিনি। তবে আমি অবাক হয়েছি, এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে সালমান শাহ’র জনপ্রিয়তা দেখে। ওরা সত্যি কপালপোড়া, সালমানের মতো নায়কের কোন নতুন ছবি হলে দেখতে পেলো না!’
তিনি জানালেন, এই ছবিটি বৃহস্পতিবার পর্যন্ত ছবিটি প্রদর্শিত হবে। এবং সুযোগ হলেই সালমানের ছবি হলে আনবেন।
প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ইমন। তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টির মতো চলচ্চিত্রে। আর সবগুলোই ছিলো ব্যবসা সফল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে তার নিজ বাসভবনে তার মৃতদেহ পাওয়া যায়। বছরের পর বছর পেরিয়ে গেলেও আজও জানা যায়নি অমর এ নায়কের মৃত্যু রহস্য। এ যেনো এক সত্যিকারের এক রূপকথার নায়ক। যার অভিনয়, স্বভাব, সাফল্য তো বটেই, মৃত্যু নিয়েও মানুষের মনে মনে ঘুড়ে বেড়ায় গল্প-উপাখ্যান।