একসাথে ২০০ জনের সঙ্গে কথা বলতে আসছে নয়া অ্যাপ
প্রকাশিত হয়েছে : ১১:৩১:১১,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: স্মার্ট দুনিয়ায় দৌলতে এখন প্রায় সকলেই হাতেই স্মার্টফোন৷ ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সকলেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কথা বলেন বন্ধুদের সঙ্গে৷ কিন্তু সকলে মিলে কোন গ্রুপে কথা বলতে গেলেই পড়তে হয় মহাবিপদে! একসঙ্গে ২০ জনের বেশি বন্ধুকে ‘অ্যাড’ করা যাবে না গ্রুপে৷ এই সমস্যা থেকে এবার মুক্তি মিলবে৷এবার একসঙ্গে ২০০ জনের সঙ্গে কথা বলতে পারবেন৷ সৌজন্যে লাইন Popcorn Buzz Group Calling App৷
নয়া এই অ্যাপের সাহায্যে একসঙ্গে ২০০ জনকে গ্রুপে অ্যাড করে চ্যাট করতে পারবেন ব্যবহারকারী৷তবে এই নয়া অ্যাপটির সাহায্যে শুধুমাত্র ৩জি, ৪জি ও ওয়াইফাই নেটওয়ার্কে চ্যাট করা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি আনা হলেও খুব শীঘ্রই আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপটি আনা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷