উপশহরে ছাত্রলীগের প্রভাববিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : ১৮টি দোকান লুট, আহত ৩
প্রকাশিত হয়েছে : ১:৫০:০২,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর শাহজালাল উপশহর তের রতন এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে আধিপত্যা বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের সংঘর্ষ ও পরবর্তিতে ১৮টি দোকান ভাংচুর ও লুটপাট করেছে ছাত্রলীগের একাংশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার একই এলাকায় ছাত্রলীগের ইকবাল ও দুলাল গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে ইকবাল গ্রুপ দুলাল গ্রুপের উপর হামলা চালায়। তখন দুলালগ্রুপ সেখান থেকে পালিয়ে গেলে হামলাকারীরা তের রতন এলাকার বিভিন্ন ধরণের ১৮টি দোকানে ভাংচুর করে ক্যাশ বাক্স লুট করে। ব্যবসায়ীরা জানান লোট হওয়া টাকার পরিমান ২ লক্ষ টাকার বেশী। সেখানে ব্যবসায়ীরা বাধা দিলে তিনজন ব্যবসায়ীকে কোপিয়ে জখম করে লোটপাটকারীরা। এর পর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসএমপির শাহপরান থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শাখাওয়াত হোসেন জানান, এরই মাঝে দোকান লোটপাটকারীদের শনাক্ত করে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।