উপলক্ষ রাঙালেন মেসি, ডর্টমুন্ডকে উড়াল বার্সা
প্রকাশিত হয়েছে : ১০:৪১:০০,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯
স্পোর্টস ডেস্ক:: মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেললেন তিনি। দলটির হয়ে সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলার নজির আছে কেবল জাভির। ঐতিহাসিক ক্ষণে জাদুকরী পারফরম্যান্সও প্রদর্শন করেছেন ছোট ম্যাজিসিয়ান।
সতীর্থদের অ্যাসিস্ট করার পাশাপাশি গোলও করেছেন মেসি। তাতে চ্যাম্পিয়নস লিগে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। দুর্দান্ত এ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন কাতালানরা।
বুধবার রাতে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বরুশিয়াকে আতিথ্য দেয় বার্সা। শুরুটা শুভ করেন স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। যদিও সাফল্য পেতে সময় লাগে। বার্সা প্রথম গোল পায় ২৯ মিনিটে। দারুণ গোলে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। তাতে ছিল মেসির আলতো ছোঁয়া। সেই রেশ না কাটতেই নিশানাভেদ করেন আর্জেন্টাইন ওয়ান্ডারম্যান। ৩৩ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি।
এতে ইউরোপের এ প্রতিযোগিতায় ৩৪ দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েন মেসি। ছাড়িয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রাউল গঞ্জালেসকে। এ লিগে ৩৩টি প্রতিপক্ষের বিপক্ষে গোল করার কীর্তি রয়েছে এ দুই কিংবদন্তির।
দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের গতি ধরে রাখেন স্প্যানিশ জায়ান্টরা। ছন্দময় ফুটবল উপহার দেন তারা। ফলে ফের সাফল্য পেয়ে যান। ৬৭ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন আঁতোয়া গ্রিজম্যান। তাতেও ছিল মেসির টোকা। কার্যত এখানেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।
এরপর সাইড বেঞ্চ বাজিয়ে নেয় বার্সা। একের পর এক বদলি খেলোয়াড় মাঠে নামান কোচ আর্নেস্তো ভালভার্দে। এ সুযোগে ৭৭ মিনিটে বরুশিয়ার হয়ে ১ গোল পরিশোধ করেন জ্যাডোন সানচো। এতে অতিথিদের শুধু ব্যবধানই কমেছে। শেষ অবধি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ভালভার্দের শিষ্যরা। দারুণ এ জয়ে ইউরো সেরা টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বার্সা। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।