অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার উত্তরা এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।
অভিযানে অবৈধ স্থাপনার পাশাপাশি উত্তরার ৩ নম্বর সেক্টরে ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে বিটিআই ও নাটোর টাওয়ারকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।