ইয়েমেন থেকে দেশে ফিরছে আরও ১০ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১:২৩:২৪,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ইয়েমেন সঙ্কটের কবলে পড়া আরও ১০ বাংলাদেশি দেশে ফিরছে আজ। জিবুতি থেকে শনিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দুবাই ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছার কথা রয়েছে তাদের। বিকেলে পররাষ্ট্র সচিব শহিদুল হক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ইয়েমেন থেকে আরও ৫৬ জন অসহায় বাংলাদেশি একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে জিবুতি পৌঁছেছে বলে জানান পররাষ্ট্র সচিব শহিদুল হক।
তিনি আর জানান, ভারতীয় নৌ বাহিনীর জাহাজ এবং বিমান বাহিনীর ফ্লাইটে করে এখন পর্যন্ত মোট ৩৬০ জন বাংলাদেশি আফ্রিকার জিবুতিতে এসে পৌঁছেছে। এর আগে গতকাল যুদ্ধ বিধ্বস্থ ইয়েমেন থেকে জিবুতিতে সরিয়ে নেয়ার পরে ১১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে গিয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান তাদের রিসিভ করেন।