ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ১৭
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৫০,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বধীন জোটের বিমান হামলায় রাজধানী সানায় নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। ওই অভিযানে মিশর ও পাকিস্তানসহ আরো ৫টি দেশ ওই সামরিক অভিযানে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক লোকজন। এছাড়া হামলায় সাতটি বাড়িও বিধ্বস্ত হয়েছে। বাড়িগুলোর ধ্বংসাবশেষে হতাহতদের খুঁজে বের করার কাজ চলছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
বুধবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদেল আল জুবাইর সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় রাত সাতটা থেকে সানায় সামরিক অভিযান শুরু করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ সংক্ষেপে জিসিসি ভুক্ত ১০টি দেশ। তারা বুধবার স্থানীয় সময় রাত সাতটা থেকে সানায় বিমান হামলা শুরু করেছে। এছাড়া আরো ৫টি মুসলিম দেশ যেমন: মিশর, পাকিস্তান, জর্দান, মরক্কো এবং সুদান ওই অভিযানে অংশ নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, ইয়েমেন অভিযানে ১শ যুদ্ধবিমান এবং দেড় লাখ সেনা মোতায়েন করেছে সৌদি আরব। এছাড়া ওই অভিযানে বিমান পাঠিয়েছে মিশর, মরক্কো, জর্দান, সুদান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন।
উপসাগরীয় দেশগুলো ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থক বলে পরিচিত। হুথি বিদ্রোহীরা রাজধা্নী সানা দখল করে নেয়ার পর প্রেসিডেন্ট হাদি এডেন পালিয়ে গিয়েছিলেন। তিনি সেখান থেকেই সরকার পরিচালনা করছিলেন। কিন্তু বুধবার হুথি বিদ্রোহীরা এডেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালানোর পর তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে আরব নিউজ জানিয়েছে।