ইয়েমেনে মসজিদে হামলায় নিহত বেড়ে ১৪২, দায় স্বীকার আইএসের
প্রকাশিত হয়েছে : ৭:৩১:২৫,অপরাহ্ন ২১ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শুক্রবার ২টি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। আহত হয়েছেন ৩৪৫ জন। এদিকে এ হামলায় দায় স্বীকার করেছে আইএস।
হতাহতদের ভিড়ে হাসপাতালগুলোতে মর্মান্তিক পরিস্থিতি বিরাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সারা বিশ্বে বইছে নিন্দার ঝড়।
শুক্রবার আল-বদর ও আল-হাশুশ মসজিদে জুমার নামাজের সময় কমপক্ষে ৩ আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়। ওই মসজিদে মূলত সম্প্রতি সরকার উৎখাত করে সানা দখলে নেয়া শিয়া হাউথি গোষ্ঠীর সমর্থকরা নামাজ আদায় করেন। অনেকদিন ধরেই ইয়েমেনে হাউথি বিদ্রোহী এবং আল কায়েদাসহ বহু শক্তিশালী সশস্ত্র দলগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রক্তের বন্যা বইছে হামলাস্থলে। মসজিদের ভবনে ঢুকে নিজের শরীরের থাকা বিস্ফোরক চালু করে দেয় হামলাকারী। এ সময় মসজিদে নামাজ পড়তে উপস্থিত ছিলেন বহু মানুষ। বিস্ফোরণের পর আতঙ্কগ্রস্থ মানুষজন প্রধান গেট দিয়ে বেরোবার চেষ্টা করে। আর সেখানেই অপেক্ষা করছিল দ্বিতীয় হামলাকারী।
আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন আল মুরতাদা বিন জায়েদ আল মাহাতওয়ারি নামের বিখ্যাত একজন হাউথি ধর্মগুরুও রয়েছেন। তিনি বদর মসজিদের ইমাম ছিলেন। হামলার সময় মসজিদে উপস্থিত এক ব্যাক্তি জানান, বিস্ফোরণের ধাক্কায় তিনি প্রায় ৬ ফুট উপরে উঠে গিয়েছিলেন। নিহত মানুষজনের মাথা, পা, বাহু ২ মসজিদের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তবন্যা বইছে যেন। তাতক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, এ হামলার পেছনে কারা দায়ী। তবে আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) মূল ঘাঁটি ইয়েমেন। অনেকদিন ধরেই হাউথি সমর্থকদের উপর বোমা হামলা চালিয়ে আসছে তারা।
গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ইয়েমেনে নিজেদের স্থানীয় শাখার ঘোষণা দেয়ার পর আইএস জঙ্গিরাও এখানে শক্তি অর্জন করছে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস জঙ্গিদের পরিচিত অনেক সমর্থক জানিয়েছে, আইএস-ই এ হামলা চালিয়েছে। তবে আইএস-এর কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যদি এ দাবি সত্যি হয়, তবে এটিই হবে ইয়েমেনে আইএস-এর প্রথম হামলা।