ইয়েমেনে আটকে পড়া বাকিদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৪৫,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আরো ৩৩৬ জন আজ দেশে ফিরেছেন। বাকিদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫০৮ জনকে আমাদের তত্ত্বাধায়নে নিয়ে এসেছি। আইওএমের তৎপরতায় আরো ১৪ জন বাংলাদেশি সেখানে রিপোর্ট করেছেন।’
তিনি আরো বলেন, ‘আটকে পরা কোনো বাংলাদেশির টেলিফোন আমরা গত দুই-তিন দিনে পাইনি। তবে কিছু মানুষ থেকে যেতে পারেন। তার সংখ্যাও খুবই কম। এখনো যারা আটকে রয়েছেন তাদের থানা এবং বিমান বন্দরের আশেপাশে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে।’
শাহরিয়ার বলেন, ‘ধারণা করা হচ্ছে আটকে পরা বাংলাদেশিদের সংখ্যা এক হাজারের বেশি না। যে ৩৩৬ জন দেশে ফিরেছেন তাদের মধ্যে ১৮ জনের বৈধ কাগজপত্র ছিল না। আমাদের কর্মকর্তারা দায়িত্ব নিয়ে তাদের বৈধ কাগজ সরবরাহ করেছেন।’
এর আগে এসব বাংলাদেশিদের ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে দেশটির কেরালায় নিয়ে আসে। কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে ৪টায় ১৯০ জন বিমানবন্দরে পৌঁছায়। পরের ফ্লাইটে ভোর সাড়ে ৫টায় ১শ’ ৪৬ জন পৌঁছান। এসময় উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ ও প্রতিমন্ত্রী বিকে সিংকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।