ইসির সব খবর এখন মোবাইলে
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:২৯,অপরাহ্ন ১১ জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
নতুন এবং পুরাতন দুটি ওয়েবসাইটের পর এবার মোবাইল ভর্সনে ইসি সম্পর্কে তথ্য জানার জন্য ওয়েবসাইট খোলার প্ররিকল্পনা করছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সহকারী আইটি প্রোগ্রামার আবু নাছের মো. মানসুর হেল্লাজ এ তথ্য জানান।
তিনি জানান, দেশের সকল নাগরিকের কাছে সহযে ইসির সেবা পৌছেতে নির্বাচন কমিশনের এ উদ্দ্যেগ গ্রহণ করেছে। আজকের বৈঠকে এ ব্যাপারে প্রথমিক আলোচনা হয়েছে ইসির সচিব আগামী বৈঠকে এটি চুড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করবেন।
দীর্ঘদিন ধরে ইসির ওয়েবসাইটটি www.ecs.gov.bd ডোমেনে চালু আছে। তবে হঠাৎ করে গত চার মাস আগে নির্বাচন কমিশন তাদের ওয়েব ঠিকানা পরিবর্তন করে www.ec.org.bd তে আনে । বর্তমানে এই দুটি অয়েব সাইট চালু আছে নতুন করে মোবাইল ভার্সন চালু করলে দেশের সাধারন নাগরিকরা সহযে ইসির সব তথ্য পাবে।
প্রসঙ্গত, ইসির উপাত্ত ব্যবস্থাপনা অধিশাখা থেকে নতুন করে ডোমেইন রেজিস্ট্রশন করার জন্য সিস্টেম অ্যানালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক ও সহকারী প্রোগ্রামার আবু নাছের মো. মানছুর হেল্লাজ স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বরাবার পাঠানো হয়।
www.ecs.gov.bd
ecs.gov.bd