ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৯:১৯:১০,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মহানবী (সঃ) ও পবিত্র হজ্জ নিয়ে কটুক্তিকারী সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী স্ব-ঘোষিত মুরতাদ আঃ লতিফ সিদ্দিকির ফাঁসি ও ধর্ম ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে খুলনার অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪.৩০টায় এ মিছিল ও সমাবেশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা সভাপতি হাফেজ মাওঃ মহসিন আলীর নেতৃত্বে বিশাল মিছিলটি অভয়নগরের শিল্প শহর নওয়াপাড়ার স্টেশন বাজার থেকে শুরু হয়ে অভয়নগর উপজেলা পরিষদ পর্যন্ত ঘুরে এসে নওয়াপাড়া বাসস্টান্ডের সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তি সমাবেশে হাফেজ মাওঃ মহসিন আলী বলেন- মহানবী (সঃ), পবিত্র হজ্জ ও আরব জাতি সম্পর্কে কটুক্তি করে সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী স্ব-ঘোষিত মুরতাদ আঃ লতিফ সিদ্দিকির ফাঁসি কার্যকর করতেই হবে। এদেশে ধর্মদ্রোহীদের কোন ঠাঁই হবে না। বাংলার মুসলমান নাস্তিক-মুরতাদদের শাস্তির দাবিতে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে। সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইআবা অভয়নগর উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, ইআবা নেতা মাও: মুজিবুর রহমান, ওয়াজেদ আলী, মাহবুবুর রহমান, ক্বারী মোস্তাফিজুর রহমান, জামানুর রহমান, মহিউল ইসলাম প্রমূখ।