ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চাপের মুখে ওবামা
প্রকাশিত হয়েছে : ১:১১:২১,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তি করার বিষয়ে চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।মার্কিন সাবেক কূটনীতিক ও সিনেট রিপাবলিকান লিডারশিপের উপদেষ্টা জর্জ জ্যাট্রাস প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, এটা মোটামুটি সবার কাছেই পরিষ্কার যে, পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করবেন ওবামা। তিনি এ বিষয়ে মারাত্মক চাপের মুখে থাকায় আলোচনা শেষ করে অভ্যন্তরীণভাবে দেখাতে চান যে, এর একটা সমাপ্তিতে পৌঁছানো গেছে।
জর্জ জ্যাট্রাস বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার ওপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন অন্যথায় তার পররাষ্ট্রনীতির সফলতা নিয়ে দেখানোর তেমন কিছু থাকবে না। এ কারণে ওবামা প্রশাসন এ আলোচনা বাতিল করবে না।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে যখন ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা হচ্ছে তখন এসব কথা বললেন সাবেক কূটনীতিক জর্জ জ্যাট্রাস।-সূত্র: রেডিও তেহরান