ইরাকে নতুন সামরিক ঘাটি বসাবে আমেরিকা
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৪৩,অপরাহ্ন ১০ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইরাকে নতুন একটি সামরিক ঘাটি স্থাপন করার এবং কয়েক শ’ মার্কিন সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ইরাকের গুরুত্বপূর্ণ নগরী রামাদি থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’কে হঠানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের খবরে দাবি করা হয়েছে। গত মে মাসে শহরটি আইএসআইএল’এর দখলে চলে যায়।
এ খবরে বলা হয়েছে, নতুন এ ঘাটি আনবার প্রদেশে বসানো হবে। পর্দার আড়ালে এ বিষয়ে কয়েকমাস ব্যাপী তর্ক-বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দৈনিকটি জানায়।
এ খবরে আরো বলা হয়েছে, আমেরিকা আরো চারশ’ বাড়তি সামরিক সামরিক প্রশিক্ষক মোতায়েন করবে। ইরাকি বাহিনীকে রামাদি উদ্ধারে সহায়তা করবে তারা। ইরাকে বর্তমানে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ পর্যন্ত তিন হাজার একশ মার্কিন সেনাকে ইরাকে পাঠানোর অনুমতি দিয়েছেন। সূত্র: রেতে