ইন্দোনেশিয়া থেকে ফিরলেন ১৮ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২২,অপরাহ্ন ১২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
অবৈধভাবে সাগর পথে ইন্দোনেশিয়া যাওয়ার পর দেশটির উপকূল থেকে উদ্ধার ১৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার দিনগত রাতে ১২টা ১০ মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আইওএম বাংলাদেশের মুখপাত্র অনিন্দ্য দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাগর থেকে উদ্ধারের পর তাদের ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরনার্থী শিবিরে রাখা হয়েছিল। এরপর দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের নাগরিকত্ব যাচাইবাছাইয়ের পর দেশে ফেরত আনা হয়।
নিরাপত্তার কথা ভেবে সারারাত তাদের এয়ারপোর্টে রাখা হয়েছিল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের পাচার হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পাচারের পর সাগরে ভাসমান অবস্থায় তাদের দুর্দশার বর্ণনা দেন।
এয়ারপোর্টে নামার পর তাদের খুব দুর্বল দেখাচ্ছিল। সকালে আইওএম’র অর্থায়নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।