ইন্দোনেশিয়া উপকূলে ডুবে যাওয়া অভিবাসী নৌকা থেকে ৭০০ জনকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫:৪১:৩৬,অপরাহ্ন ১৫ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মালয়েশিয়ান নৌবাহিনী তাদের জলসীমা থেকে ফিরিয়ে দিয়েছে, এমন একটি অভিবাসী নৌকা ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে ডুবে যাওয়ার সময় অন্তত ৭০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশকে উদ্বৃত করে স্টার অনলাইন আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে। উদ্ধারকৃত এসব অভিবাসীদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এছাড়া বেশ কিছু বাংলাদেশি নাগরিকও আছে সেখানে।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, মালয়েশিয়া উপকূলে তাদের নৌকাটি ভিড়লে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী তাদেরকে ফিরিয়ে দেয়। পরে নৌকাটি ইন্দোনেশিয়ার জলসীমায় প্রবেশের পর ডুবে যায়। স্থানীয় জেলেরা পাঁচ ছয়টি মাছ ধরার ট্রলারে করে ডুবে যাওয়া নেকাটি থেকে ৭০০ মত অভিবাসীকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। তাদেরকে এখন আচেহ প্রদেশের পূর্বে লাংসা বন্দরে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। প্রাথমিক গণনায় দেখা গেছে অভিবাসীর সংখা মোট ৭১২ জন। থাই উপকূলে হেলিকপ্টার থেকে অভিবাসীদের জন্য খাবার ফেলা হলে অনেকেই সে খাবার নিতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন।
এদিকে, থইল্যান্ড তাদের উপকূলে আসা প্রায় ৩০০ অভিবাসী একটি নৌকাকে ফেরকত পাঠিয়েছে। নৌকাটির অধিকাংশ অভিবাসীই ছিল রোহিঙ্গা। তবে এখানেও বাংলাদেশি নাগরিক আছে। গতকাল বৃহস্পতিবার থাই সমুদ্র উপকূলের ১৭ কিলোমিটার গভীর থেকেই তাদেরকে ফেরত পাঠনো হয়।
ধারণা করা হচ্ছে, এ অভিবাসীবাহি নৌকাও এখন ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছে। এ নৌকাটি প্রথমে থাই উপকূলে ভিড়তে চেয়েছিলো। কিন্তু দেশটির উপকূল রক্ষীরা তাদেরকে সেখানে ভিড়তে দেয়নি। তবে ফেরত পাঠনোর সময় তাদেরকে কিছু খাবার ও পানি দিয়েছে থাই কর্তৃপক্ষ।