ইন্টারপোলের হুলিয়া মাথায় নিয়ে বেলজিয়াম ঘুরে গেলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১১:২৪:১১,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৫
বিশেষ প্রতিনিধি, ব্রাসেলস:: বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান ইন্টারপোলের রেড এলার্ট হুলিয়া মাথায় নিয়ে গতকাল মঙ্গলবার ঘুরে গেলেন বেলজিয়াম। স্থানীয় সময় বেলা ২ টার তিনি লন্ডন হতে বেলজিয়াম আসেন এরপর সেখানে তিনি বেলজিয়াম বিএনপির নেতাকর্মিদের সাথে বৈঠক করেন তারপর বিকাল ৬,৫০ মিনিটে লন্ডনের উদ্দেশে রওয়না হন ।
এসময় উপস্থিত তার সঙ্গে ছিলেন বেলজিয়াম বিএনপির সাবেক সহভাপতি আব্দুর রাজ্জাক সাজা,সাবেক সাংগটনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু, মনোয়ার হোসেন মুন্না,আলী জাহাজ্ঞির সৈয়দ মাহমুদ আক্কাছ,আবুল হাসনাত শামছুল,গোলাম নবি শ্যামল,প্রধান হাসান রকিব,আলী নুর শামিম,ভিপি মোয়াজ্জায়েম,জসিম মুল্লা,আবু সাইদ,হারুন অর রশিদ আলম হোসেন।