ইঞ্জিনিয়ারিং কলেজের আইডি কার্ডে রণবীর কাপুরের ছবি!
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৪৮,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
শিরোনামটি পড়ে তালগোল পাকিয়ে ফেললেন তো! তবে কি এখন কলেজ ছাত্রই রয়ে গেছেন রণবীর কাপুর? কাহিনী কিছুটা সেরকমই বলা যায়।
সিমলার পাহাড়ী শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের আইডি কার্ডে পাওয়া গেলো রণবীর কাপুরের ছবি। কিন্তু পরিচয়পত্রে তার নাম উল্লেখ করা হয়েছে বেদ সাহানি। রণবীরের মতো দেখতে ছেলেটা পড়ছে ১৯৯২ সালের ব্যাচে বি.টেক কম্পিউটার সায়েন্সে! তবে আসল কাহিনীটি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তো।
তবে শুনুন, ইমতিয়াজ আলির ‘তামাশা’য় এমনটি দেখা যাবে। এতে রণবীরের সহশিল্পী দীপিকা পাড়ুকোন। প্রেম ভেঙে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তারা।
প্রসঙ্গত অ্যাস্টেরিক্স ও ওবেলিক্স কমিকস প্রিয় দুই তরুণ-তরুণীকে ঘিরেই সিনেমাটির গল্প। ‘তামাশা’ মুক্তি পাবে আগামী বছরের ডিসেম্বরে।