ইউক্রেন বিষয়ক সেমিনারের আয়োজন করলো ইউরোপিয়ান সংসদ
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৩০,অপরাহ্ন ২৯ জুন ২০২২
ভূঁইয়া এন জামান:: ইউক্রেনের সমসাময়িক বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করলো ইউরোপিয়ান সংসদ। এতে সহযোগী হিসেবে ছিল ইউরোপিয়ান সাংবাদিক ইউনিয়ন (AEJ )
সেমিনারে ইউরোপীয় কমিশন ইউক্রেন ও মোল্দোভার ইইউ সদস্য পদ প্রাপ্তির প্রত্যাশিত সবুজ সংকেত প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করেন সাংসদ । ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য কি ধরণের পরিস্থিতি সৃষ্টি করে তা নিয়ে ব্রাসেলসে AEJ-এর দিনব্যাপী প্রেস সেমিনারে আয়োজন।এতে ইউরোপের ভবিষ্যত সম্পর্ক, এবং সংবাদ মাধ্যমের উপর সমস্ত চাপ সত্ত্বেও মুক্ত মিডিয়ার জন্য বিষয়ে আলোচনা হয়।
দিনের শুরুতে মুক্ত গণমাধ্যম ও ইউরোপ`এই বিষয়ক আলোচনার সূত্রপাত করেন আইজে সভাপতি সাইয়া। এতে প্যানেল বক্তা হিসেবে ছিলেন অটমার কারাস , রাফায়েল ডা মার্টে ,অটমার লোহদনস্কি ,
দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় ছিলো ইউরোপের মুক্ত গণমাধ্যম, জীবিত অথবা মৃত এতে প্যানেল বক্তা হিসেবে ছিলেন পিতার জোকস , এডওয়ার্ড স্টিন এবং উইলিয়াম হর্সলে, এতে মডারেটরের দায়িত্ত্ব পালন করেন স্টেলিওস কৌলোগ্লো।
তৃতীয় পর্বের আলোচনার বিষয় ছিলো ইউক্রেন এবং ইইউ প্রতিরক্ষা, ইউরোপ কি সময়মত কার্যকরভাবে কাজ করেছে? কেন ২০১৪ সালে না (ক্রিমিয়ার সংযুক্তি)। কেন নয় ২০০৮ সালের জর্জিয়া?`।
চতুর্থ পর্বের আলোচনার বিষয় ছিলো `মিডিয়া ম্যানিপুলেশন, ডিসইনফরমেশন, ট্রল- জাল খবর। সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এবং ট্রলের ব্যবহার। সাইবার যুদ্ধএবং এটা সম্পর্কে কি করতে হবে? রাশিয়া আজ নিষিদ্ধ করা কি ঠিক ছিল?`এতে আলোচক ছিলেন ড্যানিয়েল ফ্রেন্ড,
পিটার জুকস এবং হারউইগ হোলার। মডারেটর হিসেবে ছিলেন সিসিলিয়া সুন্ডবার্গ।
মধ্যে বিরতির পর পর আলোচনার বিষয় ছিল `ইউরোপ এবং ইউক্রেনের ভবিষ্যত নিয়ে বিতর্ক ইইউতে যোগদানের আকাঙ্খা – ইউক্রেনের জন্য ইইউর সদস্য পদ কতটা গুরুত্বপূর্ণ এবং কত দ্রুত এটি অর্জন করা যায়? ইউক্রেনের যুদ্ধ একটি নতুন “ইউরোপীয় চেতনা” বা উৎসাহিত করেছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ -পরবর্তী কিছু আশাবাদ এবং সৃজনশীলতা পুনরুদ্ধার করেছেন? পুতিনের যুদ্ধের প্রতিক্রিয়া থেকে আমরা কি শিখব? শক্তি নীতি এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিণতি। এতে বক্তা হিসেবে ছিলেন ইভান স্টেফানেক এমইপি (ইপিপি, এসকে), আর্নল্ডাস প্রানকেভিসিউস, রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি লিথুয়ানিয়া, রোল্যান্ড ফ্রুডেনস্টাইন – গ্লোবসেকের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধান। আনা ইয়াভোরস্কা – ইউক্রেনীয় বিশ্বের রাজনৈতিক বিশ্লেষক। এতে মডারেটর হিসেবে ছিলেন মডারেটর: উইলিয়াম হর্সলে।