ইউক্রেন-ইসরাইল প্রসঙ্গে রোমে বৈঠক করলেন কেরি-ল্যাভরভ
প্রকাশিত হয়েছে : ৬:২৯:৫২,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেন এবং ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন ও রুশ পররষ্ট্রমন্ত্রীদের বৈঠক। মস্কো-ওয়াশিংটন উত্তেজনা কর পরিস্থিতিতে জন কেরি এবং সের্গেই ল্যাভরভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হল। তারা ইতালির রাজধানী রোমে বৈঠকটি করেন।
মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি ঠেকানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে আলোচনা শুরু করেন ল্যাভরভ। খুবই স্বল্প সময়ের নোটিশে অনুষ্ঠিত বৈঠকে অনেক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা। এ ছাড়া, ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
এদিকে, আজ (সোমবার) রোমে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে কেরির সাক্ষাতের কথা রয়েছে। এরপর ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেরি।
মার্কিন কংগ্রেস বৃহস্পতিবার নতুনকরে আরেক দফা নিষেধাজ্ঞা চাপিয়েছে মস্কোর ওপর এবং ইউক্রেনকে মারণাস্ত্রসহ অন্যান্য সামরিক সহায়তা দেয়ার বিষয়টিও অনুমোদন করেছে।
রাশিয়া, ইউক্রেন পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা। অন্যদিকে মস্কো এ জাতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানাগেছে। রেড়িও তেহরা।