স্পোর্টস ডেস্ক:: আগামী ২৩ মে পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপ স্কোয়াডে খেলোয়াড় পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে বড় পরিবর্তন আনল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দীর্ঘ প্রতীক্ষার পর এ স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার জোফরা আর্চার। মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে অভিষেক হয় তার। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে নিজের বোলিং কারিশমা দেখান তিনি। তাই ফর্মে তুঙ্গে থাকা ২৪ বছর বয়সী পেসারকে বৈশ্বিক আসরের জন্য দলভুক্ত করতে কালক্ষেপণ করেননি ইংলিশ নির্বাচকেরা। আর্চারকে জায়গা দিতে বাঁহাতি পেসার ডেভিড উইলিকে বাদ দিয়েছেন তারা।
১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আরও দুইজনকে অন্তর্ভুক্ত করেছে ইসিবি। সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফেরা লিয়াম ডওসন এবং ওপেনার জেমস ভিন্সকে ডাকা হয়েছে।
অলরাউন্ডার জো ডেনলির জায়গায় ঢুকেছেন ডওসন। হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইংলিশ কাউন্টি ক্লাবটির হয়ে ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১৮টি এবং রান করেছেন ২৭৪, যা তাকে নির্বাচকমণ্ডলীর সুনজরে এনেছে। এতে কপাল পুড়েছে ডেনলির।
আনন্দবর্ধক ড্রাগস নেয়ায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার অ্যালেক্স হেলস। তার জায়গায় স্থান পেয়েছেন ভিন্স। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বেশকটি ম্যাচে ইংলিশদের শুভসূচনা এনে দিয়েছেন এ ওপেনার।
বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড
জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, টম কারান, লিয়াম ডওসন ও জেমস ভিন্স।