আসামিবাহী প্রিজন-লেগুনা সংঘর্ষে পুলিশ-আসামিসহ ৬ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৪০,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গাজীপুরের পোড়াবাড়ীতে ট্রাক ও প্রিজন ভ্যানের সংঘর্ষে ৪ আসামীসহ অন্তত ৬ জনের মৃত্যু। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, আশঙ্কাজনক অবস্থায় আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ছয়জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ জানান, শ্রীপুর থানা থেকে প্রিজন ভ্যানকরে আসামি নিয়ে গাজীপুর আদালতে আসছিল পুলিশ। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
‘এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। চার পুলিশ সদস্যসহ আরও ১৫জন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।