আশা টিকে থাকলো বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৩৩,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শনিবার শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়েছে মালয়েশিয়া। টানা দুই জয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখল মালয়েশিয়ার অনুর্ধ্ব-২৩ দল। মালোয়েশিয়ার জয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলো বাংলাদেশের।
আগামী সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলংকার। যেখানে জিততে পারলেই এ গ্রুপ রানার্স আপ হিসাবে সেমিতে পা রাখবে ডি ক্রুইফ শিবির। তবে স্বস্তি থাকছে আরেক জায়গাতেও। শ্রীলংকার সঙ্গে ড্র করলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকছে, সেটা যেকোন ব্যবধানেই হোক। কারণ বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে হেরেছে ০-১ গোলে। সেখানে শ্রীলংকা মালয়েশিয়ার সঙ্গে হেরেছে ২-০ গোলে। এ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট মালয়েশিয়ার। আর এক ম্যাচে শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট শুন্য।