আলোচনার দরজায় তালা দিয়েছে বিএনপি : সুরঞ্জিত
প্রকাশিত হয়েছে : ৯:০২:২৪,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া দেখা না করে আলোচনার দরজায় তালা লাগিয়ে দিয়েছে বিএনপি মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া দেখা না করে আলোচনার দরজায় তালা লাগিয়ে দিয়েছে বিএনপি। শুধু তাই নয় দরজায় সিল করে দিয়েছে দরজা। এর সমাধান সরকারকেই আইনশৃঙ্খলার মাধ্যমে করতে হবে।
সোমবার কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় ঐক্যবদ্ধ হতে মানুষের মধ্যে আর কোনো সংশয় নেই। তাই আপনি হরতাল অবরোধ তুলে নেন। মানুষ হত্যার রাজনীতি করবেন না। সহিংসতার সঙ্গে শান্তির সহাবস্থান হয় না। দেশ বিরোধীদের সঙ্গে দেশপ্রেমীদের সমঝোতা হয় না।
বিএনপিকে কটাক্ষ করে সুরঞ্জিত বলেন, কিসের কাজ কিসে করেছে, মানুষের কী শোভা পায়। তাই প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, আর রাজনৈতিকভাবে নয়, জাতীয় ঐক্য গড়ে তুলে এ সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নগর সম্পাদক হারুন চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি রেজাউল কবির রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।