‘আ’লীগের কানে তুলা পিঠে কুলা, পুতুল খেলা বন্ধ করুন’
প্রকাশিত হয়েছে : ১২:০২:০৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কানে তুলা ও পিঠে কুলা দিয়ে দেশের জনগণের সাথে পুতুল খেলা শুরু করেছে। জোর করে ক্ষমতা চিরস্থায়ী করা যায়না। প্রহসনের নির্বাচন বাদ দিয়ে শান্তির জন্য আলোচনায় বসার আহবান জানানো হয় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভা থেকে।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সংগঠনের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির ৬০তম দিন উপলক্ষে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, আ স ম আব্দুর রব, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার।
সভাপতির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, দুই নেত্রীর শুভ বুদ্ধি উদয় হওয়ার সেই শুভ দিনের অপেক্ষায় আছি। দেশটা শেখ হাসিনা,খালেদা কিংবা মুজিব জিয়ার নয়। এই দেশ ১৬ কোটি মানুষের। দেশটাকে নিয়ে দুই মহিলার কাড়াকাড়ি আমরা সহ্য করবনা।
নির্বাচন বাদ দিয়ে দেশের শান্তি শৃংখলা ফিরিয়ে আনার জন্য আলোচনার বসারও তাগিদ দেন তিনি।
এসময় বদরুদ্দোজা চৌধুরী তা বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বে-নির্বাচিত সরকার। এই সিটি নির্বাচনে পাপ মোচনের একটি সুযোগ পাবে তারা।
তিনি আরো বলেন, দুই দলই কানে তুলা দিয়ে রেখেছে। অন্যথায় তারা দেশের মানুষের কান্না শুনতে পেতেন।
এসময় বক্তারা আরো বলেন, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে ব্যাবসায়ী নেতাদের উচিৎ ছিল এই শান্তির কর্মসূচিতে সংহতি প্রকাশ করা। সরকার বিরোধীদের কাঠগড়ায় দাড় করিয়ে সরকারের তোষামদি নয়!
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম দেলোয়ার, নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, এনডি এফ এর চেয়ারম্যান শওকত হোসেন নিলু সহ প্রমুখ নেতৃবৃন্দ।