আরব আমিরাতকে ১২৯ রানে পরাজিত করল মিসবাহ-বাহিনী
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৪৯,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপে দ্বিতীয় জয় পেল পাকিস্তান। বুধবার নিউজিল্যান্ডের নেপিয়ারে সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ১২৯ রানের ব্যবধানে হারাল। এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখল মিসবা-বাহিনী।
এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় আমিরশাহী। ওপেনার নাসির জামশেদ মাত্র ৪ রানে আউট হওয়ায় শুরুতেই ধাক্কা খায় পাক দল। এরপর দ্বিতীয় উইকেটে শেহজাদ ও হ্যারিস সোহেল ১৭০ রানের পার্টনারশিপ গড়ে পাক দলকে শক্ত ভিত দেন। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া করেন শেহজাদ। শেষদিকে অধিনায়ক মিসবা-উল হক (৬৫) ও শোয়েব মকসুদের (৪৫) দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান তোলে পাক দল। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলতে সমর্থ হয় আমিরশাহী। এই জয়ের ফলে গ্রুপ বি-র ক্রমতালিকায় চার নম্বরে উঠে এল পাকিস্তান। ফলে, শেষ আটের রাস্তা এখনও খোলা মিসবা-বাহিনীর সামনে।