আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ১:২৫:০৩,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পুলিশে আরও ৫০ হাজার কর্মকর্তা নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে ৩২,০০০ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে বলে প্রশ্নের উত্তরে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সংসদে সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের আগের মেয়াদে ৩২,০০০ নতুন নিয়োগের মাধ্যমে পুলিশে জনবল বৃদ্ধি করা হয়েছে।’
তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের উত্তরে জাসদ সংসদ সদস্য লুতফা তাহের (সংরক্ষিত আসন-৪০) বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশের ১২৩৯ জন পুলিশ সদস্য কর্মরত আছেন।’