আম্বরখানা থেকে তিনজন আটক
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:২২,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর আম্বরখানা থেকে ৫ ভরি স্বর্ণসহ তিন স্বর্ণ চোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানাস্থ আল-দুবাই জুয়েলার্স থেকে তাদেরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আটককৃতরা হলেন- জামাল হোসেন, প্রজেশ ও শাহিদুল হক। তারা সবাই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, বুধবার রাতে জামাল হোসেন, প্রজেশ ও শাহিদুল হক নামের তিন যুবক আম্বরখানাস্থ আল-দুবাই জুয়েলার্সে ৫ ভরি স্বর্ণ বিক্রি করতে আসে। এতো স্বর্ণ দেখে ওই জুয়েলার্সের মালিক বিষয়টি কৌশলে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকদের আটক করে থানায় নিয়ে আসে।
থানায় জিজ্ঞাসাবাদে যুবকরা স্বর্ণ চুরি করে এনেছে বলে স্বীকার করে। দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের মতিন মিয়া নামক এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে স্বর্ণগুলো তারা চুরি করেছে বলে জানায়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানায় যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয় কোতোয়ালি থানা পুলিশ। চুরির ঘটনায় মতিন মিয়া দক্ষিণ সুনামগঞ্জ থানায় বুধবার একটি মামলাও দায়ের করেছেন।