‘আমেরিকায় কোনো নিরপেক্ষ আদালত নেই’
প্রকাশিত হয়েছে : ৯:০৩:১৮,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ড্স্কে::
আন্তর্জাতিক আইনজীবী এবং আমেরিকান ইন্সটিটিউট অব হিউম্যান রাইটসের ডিন মুস্তফা আনসারি বলেছেন, শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মানুষ হত্যার বিচারের জন্য কোনো নিরপেক্ষ আদালত আমেরিকায় নেই। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমেরিকায় সত্যিকার অর্থে কোনো আদালত নেই। সত্যিকার অর্থে আদালত বলতে নিরপেক্ষ আদালতকেই বোঝান হচ্ছে বলে জানান তিনি।
আফ্রিকান আমেরিকান হিসেবে সাধারণ ভাবে পরিচিত আমেরিকার কৃষ্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পুলিশ অনেক বছর ধরেই এ রকম বল প্রয়োগ করছে বলেও জানান তিনি।
আমেরিকার ওকলাহোমায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ৭৩ বছর বয়সি নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সব কথা বলেন মুস্তফা আনসারি। তিনি বলেন, আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার বদলে তাকে স্টান গান দিয়ে থামানো উচিত ছিল ওই পুলিশ কর্মকর্তার।
কৃষ্ণাঙ্গ মানুষকে পুলিশের গুলি করার একাধিক ভিডিও ফুটেজ এর আগেও আমেরিকার প্রকাশিত হয়েছে। এ সব ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে আমেরিকায় ব্যাপক বিক্ষোভও হয়েছে। অবশ্য এতো কিছুর পরও দেশটির শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের আচরণে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় নয়। এদিকে, যুক্তরাষ্ট্র জুড়ে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নির্যাতন-নিপীড়নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মন্তব্য করা হয়েছে।
সূত্র :-আইআরআইবি