আমি শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য নই: ইমরান খান
প্রকাশিত হয়েছে : ৪:২২:১৭,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমি শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য নই।’ তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দাবি ওঠার পর তিনি এ ধরনের মন্তব্য করেন।
ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনা থামানোর ব্যাপারে ঠাণ্ডা মাথায় ইমরান খান গত কয়েকদিন ধরে যে ধরনের পদক্ষেপ নিয়েছেন, তার ভিত্তিতে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দাবি তোলেন নেটিজেনরা।
গত সোমবার এক টুইট বার্তায় ইমরান খান আরো লেখেন, কাশ্মির ইস্যু যিনি সমাধান করতে পারবেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ব্যক্তি কেবল তিনিই।
প্রসঙ্গত, ইমরান খান যেন শান্তিতে নোবেল পুরস্কার পান, সে ব্যাপারে ইতোমধ্যেই চার লাখের বেশি মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে এক আবেদনে স্বাক্ষর করেছেন।