আমি যাকাতের টাকায় পড়ালেখা করেছি —পরিকল্পনা মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:০০:৩৪,অপরাহ্ন ১২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, যাকাত গর্ব বা অহংকারের জন্য নয়। এটা গরিব মানুষের অধিকার এবং ইসলামের পূর্ণাঙ্গ বিধান। এটি আদায় করতেই হবে। যাকাতের টাকায় এবং মানুষের সাহায্য সহযোগিতায় আমি স্কুলে পড়া-লেখা করেছি।
তিনি বলেন, সরকারিভাবে যাকাত সংগ্রহ করে বন্টণের কোন মাপকাঠি বা বিধান আছে কিনা তা আলেমদের সাথে আলোচনা করে দেখা হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান-১ শুটিং ক্লাবে দুই দিনব্যাপী ‘যাকাত মেলা’র উদ্ভোধন করে এসব কথা বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ও এক্সিম ব্যাংকের যৌথ প্রচেষ্টায় যাকাত মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
এসময় মোস্তফা কামাল আরোও বলেন, যাকাত দিলে সম্পদ কমে না বরং তা আরো বাড়ে। এবং সম্পদ ইসলামি দৃষ্টিতে বৈধ হয়। যাদের উপরে যাকাতের দায়িত্ব বর্তায় প্রত্যেকের উচিত যাকাত আদায় করা। তাহলেই আমাদের দেশ ও সমাজ সমৃদ্ধ হবে। দরিদ্রতা আর থাকবে না।
মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারিভাবে যাকাতের বিষয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যাকাতের সুষ্ঠু আদায় ও বন্টন করতে পারলে দরিদ্রতার হার শূণ্যের কোঠায় নেমে আসবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পদের সুষম বন্টণ ও সামাজিক নিরাপত্তা জোরদারে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে যা শিগগিরই বাস্তবায়িত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী লে জে (অব:) এম নুরুদ্দীন খান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহমান, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি নূরুল ফজল বুলবুল প্রমুখ।