নিউজ ডেস্ক:: দেশের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে ড. কামাল হোসেন বলেছেন, আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম? কি ধরণের বাংলাদেশ থাকবে-এটা সংবিধানে লেখা আছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হবে-এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে; একথা ভাবতেও অবাক লাগে। রোববার বিকেলে মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আরো বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের’ মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
ডা. কামাল বলেন,‘আমি স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছিলাম- এগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল ছিলো। আজকেও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন করবো।’
খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবির সাথে সহমত পোষণ করে ড. কামাল হোসেন বলেন,‘আজকে সবাই বলেছেন যাদেরকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হোক। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থা সেই লক্ষ্যকে আমাদের অর্জন করতে হলে আমাদের ঐক্যকে সুসংহত করতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা দেখুন আমরা সব অসম্ভবকে সম্ভব করেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেন আমরা বিজয়ী হয়েছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি।’
‘আজকে যে দাবিগুলো এখানে এসেছে আমি পুরোপুরি তাকে সমর্থন করি এবং মনে করি যে, সবাই ঐক্যবদ্ধ হলে এটা অবশ্যই আমরা অর্জন করতে পারবো। প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এবং যেটা হলে কিন্তু জনগন দেশের মালিক হিসেবে যে ভূমিকা রাখার কথা সেটা রাখতে পারবে।’
এসব দাবি বাস্তবায়ন করতে হলে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের সকল দলকে এক হওয়ার আহবানও জানান ড. কামাল হোসেন।