আবেগে অমিতাভকে জড়িয়ে ধরলেন ঐশ্বরিয়া
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৪৬,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় শামিতাভ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী। এ অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন বচ্চন বধূ ঐশ্বরিয়া। সিনেমাটি দেখে বিমোহিত অ্যাশ প্রদর্শনী শেষে জড়িয়ে ধরেন তার শ্বশুর অমিতাভকে।
বয়স ৭২ বছর হলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ তৎপর অমিতাভ। তিনি অ্যাশ এবং তার বিশেষ মুহূর্তের সেই ছবি প্রকাশ করেছেন তার ব্লগে। পাশাপাশি অনুষ্ঠানের কিছু উল্লেখযোগ্য ছবিও তিনি তার ব্লগে পোস্ট করেছেন।
অনুষ্ঠানের পর তার অনুভূতির কথাও ব্লগে লিখেছেন অমিতাভ। তিনি লিখেছেন, সিনেমার শো শেষ হয়েছে, কিন্তু সংশয় রয়ে গেছে, চারিদিকে প্রশংসা এবং অভিনন্দন, কিন্তু তবুও মন স্থির এবং একা, সব দূর হয়ে গেছে সিনেমার পর পুত্রবধূর অভিনন্দনে।
আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত শামিতাভ সিনেমাটি। এ সিনেমায় অমিতাভ এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন অন্ধ এবং বধির ব্যক্তিকে তার কণ্ঠ দিয়ে সাহায্য করেন। অন্ধ এবং বধির চরিত্রে অভিনয় করেছেন ধানুস।