আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ১৬৭
প্রকাশিত হয়েছে : ১২:২৭:১৭,অপরাহ্ন ১৬ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
আফগানিস্তানে সেনা অভিযান ও সংঘর্ষে সেনা সদস্যসহ অন্তত ১৬৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার সকালে দেওয়া আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গত দুই দিনে (৪৮ ঘণ্টা) সেনা অভিযান এবং সেনাবাহিনীর সঙ্গে তালেবান বিদ্রোহীদের সংঘর্ষে ১৫১ জন বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় শতাধিক বিদ্রোহী আহত হয়। এ ছাড়া অভিযানে সাত বিদ্রোহীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী অন্তত ১৫টি ল্যান্ডমাইন ও রাস্তার পাশে পুতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে।
অন্যদিকে, অভিযান চলাকালে তালেবান বিদ্রোহীদের হামলা এবং ল্যান্ডমাইন ও রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে ১৬ সেনা সদস্য নিহত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে তালেবানদের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, আফগান সেনাবাহিনী পরিচালিত তালেবানবিরোধী অভিযানের অবস্থা সম্পর্কে প্রতিদিন বিবৃতি দিয়ে থাকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার অংশ হিসেবেই শনিবার সকালে ওই বিবৃতি দেওয়া হয়।