আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩৩
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:২৭,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত এবং আরো শতাধিক আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর ওই শহরে আরো দুটি বোমা হামলার ঘটনা ঘটে বলে আল জাজিরা জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে পূর্বাঞ্চরীয় নানগরহর প্রদেশের জালালাবাদ শহরে একটি ব্যাংকের কাছে প্রথম হামলাটি হয়।
প্রদেশের পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ জানিয়েছেন, শহরের ‘নিউ কাবুল ব্যাংক’র শাখা অফিসের ফটকের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে লুকিয়ে রাখা বিস্ফোরক দ্রব্যে বিস্ফোরণ ঘটান। ওই হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথম হামলাস্থলের মাত্র ৬০ মিটার দূরে ফের হামলা চালান হয়। শহরের এক মাজারের বাইরে তৃতীয় বোমা হামলাটি হয় বলে আল জাজিরা জানিয়েছে।
এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ শ জন। আহতদের আশপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেনি। তবে দেশটির চরমপন্থি ধর্মীয় গোষ্ঠী তালেবানরাই সাধারণত এসব হামলা চালিয়ে থাকে।
পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ আরো জানিয়েছেন, হামলাগুলোর ওপর তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার ব্যাংকের ওই শাখাটিতে বেতন নিচ্ছিলেন সরকারি কর্মচারীরা লাইন ধরে দাঁড়িয়ে বেতন নেয়ার সময় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে বলে শেহজাদ জানিয়েছেন। নিউ কাবুল ব্যাংকটি থেকে আফগান পুলিশরাও বেতন নিয়ে থাকে।