আন্তর্জাতিক মা দিবসে সব ‘মা’কে খালেদা জিয়ার শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:১১:১৪,অপরাহ্ন ০৯ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। খালেদা জিয়া আরও বলেন, আবহমান কাল ধরেই জন্মদাত্রী মাকে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সকল কার্যক্রম। আজকের দিনে আমার প্রত্যাশা সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। জাতির আগামী ভবিষ্যত যেন উজ্জল থেকে উজ্জলতর হয়।