আধাবেলা হরতাল চলছে বগুড়ায়
প্রকাশিত হয়েছে : ৫:১৫:৪৮,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: কারাগারে আটক পাঁচ নেতার মুক্তি ও যুবদল নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বগুড়ায় আধাবেলা হরতাল চলছে।
শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান জানান, কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠে আছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বিএনপির মিছিলের সময় শহরের সাতমাথা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাত নেতা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ওই সাত জন গত ১১ ডিসেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের জামিন মঞ্জুর করলেও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক শাহাবুবুল আলম পিপলু ও শ্রমিক দল নেতা, জেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির হোসেন মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সর্বশেষ গত বুধবার আবারও ওই পাঁচ নেতা আদালতে হাজির হয়ে জামিন চাইলে নামঞ্জুর করে তাদেরকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
হরতালের কারণে সকাল থেকেই শহরে রিকসা-ভ্যান চলাচল কম দেখা গেছে।