আদালতে বেগম জিয়া : বকশীবাজারে নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৩৯,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন। আজ বুধবার জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারে সাক্ষ্য দেবেন। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজের অস্থায়ী আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে হাজির হয়েছেন তিনি। এর আগে সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
এদিকে খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ উপলক্ষে বকশীবাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ আদালত চলাকালীন সময়ে কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়াও খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ উপলক্ষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত এলাকার আশপাশে জড়ো হতে শুরু করেছেন।যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য চকবাজার, ঢাকেশ্বরী মন্দির, ঊর্দ্দু রোড, খাজা দেওয়ান রোড, বকশীবাজার রোড, চানখারপুল, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার শুরু হয়। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। বেগম জিয়া এ মামলার বিচারক নিয়োগের বৈধতা এবং অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলে আদালত তা খারিজ করে দেন। এরপর এ মামলার আদালত পরিবর্তনের জন্য খালেদার দুটি আবেদন বর্তমানে হাইকোর্টে রয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার এ দুই মামলার বিচারক পরিবর্তন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ দুই মামলার অভিযোগ গঠনকারী বিচারক ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়কে বদলি করে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) মো. আবু আহমেদ জমাদারকে বিশেষ এ আদালতের দায়িত্ব দেয়া হয়েছে। আর বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপি চেয়ারপার্সনের সাক্ষ্যগ্রহণের সময় আদালত চত্বরে এবং আশপাশের এলাকায় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটনোর চেষ্টা করা হলে তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপক পুলিশি প্রস্তুতি রয়েছে। অন্য একটি সূত্র জানায়, আদালত চত্বর ও আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব ও বিভিন্ন সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সুপারিশে আইন মন্ত্রণালয় থেকে আগের বিচারক বাসুদেব রায়ের বদলে ঢাকার তৃতীয় বিশেষ জজ হিসেবে নিয়োগ করা হয় আবু আহমেদ জমাদ্দারকে। তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। গত ১৭ ডিসেম্বর খালেদার আইনজীবীদের তুমুল হট্টগোলের মধ্যেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলার বাদীও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের আংশিক সাক্ষ্য করেন বিচারক। এরপর বাকি সাক্ষ্যগ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। গত ২২ সেপ্টেম্বর, ১ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর আরও তিন কার্যদিবসে সাক্ষ্য দেন একই সাক্ষী।হারুন-অর-রশিদ খালেদার বিরুদ্ধে দায়ের করা অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও বাদী ও প্রথম সাক্ষী।একই আদালতে বিচার চলছে এ মামলারও। সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে দুই দফায় খালেদা জিয়ার করা সময়ের আবেদন খারিজ খারিজ করে দিয়ে বুধবার তাকে অবশ্যই আদালতে হাজির করাতে আইনজীবীদের নির্দেশ দেন।
প্রসঙ্গত ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক।